মুখের কথা লিখে দেবে গুগল ডকস

গুগল ডকস

গুগল ডকসছবি : স্ক্রিনশট

মুখের কথা শুনে লিখে দেবে গুগল ডকস। এ জন্য বাড়তি কোনো সফটওয়্যার বা অপরিচিত ওয়েবসাইটের সাহায্য নিতে হবে না। জিমেইল অ্যাকাউন্ট কাজে লাগিয়েই বিনা মূল্যে ভয়েস টাইপ করার সুযোগ পাবেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা। এ জন্য প্রথমে ক্রোম ব্রাউজার থেকে https: //docs.google.com ঠিকানায় প্রবেশ করতে হবে। ক্রোম ব্রাউজারে যদি আগে থেকে জিমেইল লগইন করা না থাকে, তবে গুগল ডকসের পেজ থেকেই লগইন করে নিন।

গুগল ডকসের মেনু থেকে Tools থেকে Voice Typing অপশনে ক্লিক করলেই একটি মাইক্রোফোন বক্স দেখা যাবে। কিবোর্ডে CTRL, Shift এবং S একসঙ্গে চাপলেও বক্সটি দেখা যাবে। এবার কথা রেকর্ড করার জন্য মাইক্রোফোনের ওপর ক্লিক করুন। যন্ত্রের মাইক্রোফোন ব্যবহারের জন্য অনুমতি চাইলে Allow অপশনে ক্লিক করতে হবে। প্রয়োজন শেষে লাল রঙের মাইক্রোফোনে ক্লিক করে মাইক্রোফোন বন্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *