মুক্তির আনন্দে বাঁধভাঙা উল্লাস

স্নাতক জীবনের শেষ ক্লাস এমন ব্যতিক্রমী আয়োজনে উদ্‌যাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা
স্নাতক জীবনের শেষ ক্লাস এমন ব্যতিক্রমী আয়োজনে উদ্‌যাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা

একঝাঁক তরুণ–তরুণীর গায়ে কয়েদির পেশাক। মাথায় কয়েদি টুপি। তবে সবার চোখেমুখে মুক্তির আনন্দের ঝিলিক। ‘কারার ঐ লৌহকপাট, ভেঙ্গে ফেল, কর রে লোপাট’ গানের তালে তালে উল্লাসধ্বনি আর নাচে মাতোয়ারা তাঁরা।

এই ‘কয়েদিরা’ কোনো কারাগারের নয়; তাঁরা আসলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের স্নাতক জীবনের শেষ ক্লাসের ‘সেলিব্রেশন ডে’ উদ্‌যাপনের জন্য এমন ব্যতিক্রমী সাজে সেজেছিলেন তাঁরা। তাঁদের এ ব্যতিক্রমী আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নানা রকমের আলোচনাও চলছে।

কুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ১৬ ব্যাচের শেষ ক্লাস হওয়ার কথা ছিল আজ রোববার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্লাস আর হয়নি। তবে তাঁদের উদ্‌যাপন থেমে থাকেনি। মজায় মজায় নানা আয়োজনে দিনটি কাটিয়েছেন তাঁরা।

কয়েদিরা জেলের মধ্যে আটকে থাকে, কুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থীরাও করোনার জন্য আটকে ছিলেন বলে মনে করছেন।
কয়েদিরা জেলের মধ্যে আটকে থাকে, কুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থীরাও করোনার জন্য আটকে ছিলেন বলে মনে করছেন।

আয়োজক সূত্র জানায়, রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলায় জড়ো হয়ে ‘ME-16’ (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং–১৬) লিখে ছবি তোলেন তাঁরা। এরপর কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে আবারও নানান ঢঙের ছবি। বেলা সাড়ে ১১টার দিকে শোভাযাত্রা শুরু করে মুক্তমঞ্চের সামনে কিছু সময় উদ্‌যাপন করেন শিক্ষার্থীরা।

এরপর একজন শিক্ষার্থী জেলার সেজে ঘণ্টা বাজিয়ে কারাগারের আবহ তৈরি করেন। কয়েদিদের মতো বাকিরা থালা নিয়ে একে একে লাইনে দাঁড়িয়ে ছাত্রকল্যাণ কেন্দ্রের প্রাঙ্গণে খেতে বসে যান। সবাই মিলে খেয়ে কয়েদিরা অ্যাপ্লায়েড থার্মোডাইনামিকস ল্যাব কুইজ মোকাবিলা করেন। এরপর মোরগ লড়াই, হা-ডু-ডু আর কারামুক্তি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তারপর কারামুক্তির উল্লাসে কেক কাটা এবং ‘না বুঝি দুনিয়া না বুঝি তোমায়’ গানে নাচ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *