মিরপুরের আগুন নিয়ন্ত্রণে, আহত ৩
রাজধানীর মিরপুর ১ নম্বরে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছয়তলা এ ভবনের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে। আগুনে ভবনের তিনজন আহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানিয়েছেন, আজ বুধবার বিকেল ৫টা ১২ মিনিটে মিরপুর–১–এর ডি ব্লকের ১০ নম্বর সড়কের ছয়তলা ভবনে আগুন লাগে। ৫টা ৫০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে।
খালেদা ইয়াসমিন বলেন, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। এতে তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে নারী দুজন ও পুরুষ একজন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।