মালিবাগে টিসিবির পণ্য কিনতে এসে মারামারি
ট্রাকের পেছনের দিকে এক পাশে নারী, আরেক পাশে পুরুষের সারি। নারীদের সারির সামনে এসে দাঁড়ান পেছন থেকে আসা আরও প্রায় পাঁচ নারী। ট্রাকের একেবারে সামনে থাকা কয়েকজন নারী এর প্রতিবাদ জানান। এ সময় তিন নারী প্রথমে ধাক্কাধাক্কি ও পরে হাতাহাতিতে জড়ান। একপর্যায়ে জাহানারা বেগম নামের একজনের মাথা ফেটে যায়।
রাজধানীর মালিবাগ রেলগেটের কাছে আজ মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে এসে বাগ্বিতণ্ডায় জড়ান স্থানীয় বাসিন্দারা। এ সময় নারী-পুরুষের হইচই সামাল দিতে বেগ পেতে হয় বিক্রয়কর্মীদের।
জাহানারা বলেন, ‘আমি লাইনের পাশে ছিলাম। ওই নারী আমাকে আগে ছাতা দিয়ে বাড়ি মারে। এরপর আমি তাকে মারি।’ অবশ্য এর আগে জাহানারা বেগমকে বেলা পৌনে একটার দিকে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে দেখা যায়।