ভাগাভাগি করে অবকাঠামো ব্যবহার করবে টেলিটক ও বাংলালিংক

রাজধানীর ডাক ও টেলিযোগাযোগ ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা
রাজধানীর ডাক ও টেলিযোগাযোগ ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা

মোবাইল ফোন অপারেটর টেলিটক ও বাংলালিংকের মধ্যে যৌথভাবে টেলিকম অবকাঠামো ব্যবহারের সম্ভাবনা ও সুযোগ বিশ্লেষণ করার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

রোববার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে রাজধানীর ডাক ও টেলিযোগাযোগ ভবনে এ চুক্তি সই হয়। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন ও বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় অপারেটর দুটি ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং নীতিমালা, টাওয়ার শেয়ারিং নীতিমালা এবং অন্যান্য প্রাসঙ্গিক আইন ও নীতিমালা মেনে নিজ নিজ টেলিকম অবকাঠামো ও সুবিধা ভাগাভাগি করবে।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংকের হেড অব গভর্নমেন্ট অ্যান্ড এলইএ রিলেশন্স ওয়াহেদ উল হক খন্দকার এবং প্রতিষ্ঠান দুটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *