বয়স বাড়তে দিতে চান না জেফ বেজোস
আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস
আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস অ্যাল্টস ল্যাবস নামের প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। সময়ের সঙ্গে মানুষের বয়স বৃদ্ধি থামানোর প্রক্রিয়া উদ্ভাবনে কাজ করছে স্টার্টআপটি। প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
চলতি বছরের শুরুতেই অ্যাল্টস ল্যাবসের যাত্রা শুরু হয়। এরই মধ্যে ১০ লাখ ডলার বার্ষিক বেতনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিজ্ঞানীদের নিয়োগ দিতে শুরু করেছে। এমআইটি টেকনোলজি রিভিউ সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, মানবদেহের কোষের বয়স কীভাবে বাড়ে এবং কীভাবে প্রক্রিয়াটি থামানো যায়, নিজস্ব গবেষণায় তা উদ্ভাবন করবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি। ভেতরের খবর জানেন, এমন ব্যক্তির বরাত দিয়ে একই প্রতিবেদনে বেজোসকে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
বেজোসের বিনিয়োগকারী প্রতিষ্ঠান বেজোস এক্সপেডিশনস থেকে অবশ্য এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
৫৭ বছর বয়সী জেফ বেজোস পৃথিবীর শীর্ষ ধনীদের তালিকায় বর্তমানে দ্বিতীয়। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে তাঁর বর্তমান নিট সম্পদের পরিমাণ ২০ হাজার ২০০ কোটি ডলার উল্লেখ করা হয়েছে। তালিকায় তাঁর চেয়ে খানিকটা এগিয়ে আছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।