বেবিচকের নতুন বিধিনিষেধ আকাশপথে চলাচলে

করোনার সংক্রমণের কারণে আকাশপথে চলাচলের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নতুন নির্দেশনায় ২৭টি দেশের ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তার মধ্যে ১১টি দেশ থেকে করোনার টিকা না নেওয়া থাকলে বাংলাদেশে আসা যাবে না।
গতকাল সোমবার রাতে আকাশপথে চলাচলের এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বেবিচক। পরবর্তী নির্দেশনা জারি না করা পর্যন্ত এটি কার্যকর থাকবে। বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড অপারেশন) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবীরের পক্ষ থেকে নির্দেশনাটি জারি করা হয়েছে।
বেবিচকের নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের টিকা না নিলে ১১টি দেশ থেকে বাংলাদেশে আসা যাবে না।
দেশগুলো হলো—আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, সোয়াজিল্যান্ড, জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া ও স্পেন।
তবে এসব দেশে আটকে পড়া বাংলাদেশের নাগরিকেরা দূতাবাসের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। সে জন্য বাংলাদেশে এসে তাঁদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।