বিকাশের ১৫ হাজার গ্রাহক পেলেন সিটি ব্যাংকের ঋণ
বিকাশের নিবন্ধিত সব গ্রাহককে ক্ষুদ্রঋণ দিতে সিটি ব্যাংককে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বায়োমেট্রিকের বাইরে যাঁরা সনাতন পদ্ধতিতে বিকাশের গ্রাহক হয়েছেন, তাঁরাও এখন থেকে এ ঋণ সুবিধা পাবেন। তবে সিটি ব্যাংক যখন এই সুবিধা চালু করবে, তখনই ঋণ পাবেন বিকাশের সব গ্রাহক।
সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মার্চের মধ্যেই বিকাশের সব গ্রাহকের জন্য অতি ক্ষুদ্রঋণ সুবিধা চালু করতে চায় ব্যাংকটি। যদিও কোন গ্রাহক ঋণ পাবেন, তা নির্ধারণ করে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) প্রযুক্তি।
এদিকে বিকাশের গ্রাহকদের মধ্যে যাঁদের ই-কেওয়াইসি রয়েছে, তাঁদের মধ্য থেকে প্রায় ১৫ হাজার গ্রাহক এ ঋণ সুবিধা পেয়েছেন। গড়ে ঋণের পরিমাণ তিন হাজার টাকা। ফলে এই খাতে সিটি ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এখন প্রায় পাঁচ কোটি পাঁচ লাখ টাকা। চলতি বছর বিকাশের গ্রাহকদের ১০০ কোটি টাকা ঋণ বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিটি ব্যাংক।