বিএনপির মিছিলের সামনে নিজ আগ্নেয়াস্ত্রের রাবার বুলেটে বিদ্ধ পুলিশ সদস্য

নরসিংদী জেলার মানচিত্র
নরসিংদী জেলার মানচিত্র

নরসিংদীর মনোহরদীতে বিএনপির বিক্ষোভ মিছিলের সামনে প্রস্তুত হওয়ার সময় নিজ আগ্নেয়াস্ত্রের রাবার বুলেটে নিজেই বিদ্ধ হয়েছেন মো. সাদ্দাম নামের এক পুলিশ সদস্য।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় মনোহরদী উপজেলার হেতেমদী মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সাদ্দাম মনোহরদী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে মনোহরদীর সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন ও জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীর নেতৃত্বে বের হওয়া একটি বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরাও হামলা চালান। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুড়ে বিএনপি নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

মিছিলটি কাছাকাছি আসতে থাকলে প্রস্তুত হতে থাকেন পুলিশ সদস্যরা। এ সময় বসে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়াতে গিয়ে অসতর্ক অবস্থায় কনস্টেবল সাদ্দামের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে রাবার বুলেট বেরিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *