বাস ছিল সহকারীর হাতে, চালক ঘুমাচ্ছিলেন
রাজধানীর খিলক্ষেতে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসকে ধাক্কা দেওয়া বাসটি চালক চালাচ্ছিলেন না। তিনি ঘুমাচ্ছিলেন। বাস ছিল তাঁর সহকারীর হাতে। চালকের বরাত দিয়ে ওই বাসের (এনা পরিবহন) মালিক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ কথা বলেছেন।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যার পর র্যাব মহাখালীতে গিয়ে বাসচালক মিজানুর রহমানকে ধরে নিয়ে গেছে বলেও খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন।
মঙ্গলবার সকালে বিমানবন্দর সড়কে এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে একটি মাইক্রোবাসের ওপর উঠে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পর চালক বাস রেখে পালিয়ে যান।