বার্সেলোনায় ভাঁজ করা স্মার্টফোনের চমক
স্পেনের বার্সেলোনায় চলমান বিশ্বপ্রযুক্তির সবচেয়ে বড় আয়োজন ‘ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস (এমডব্লিউসি)’–এ এবার যেন ভাঁজ করা স্মার্টফোনের চমক। স্যামসাং, হুয়াওয়ে, শাওমি আজ ১ মার্চ দেখিয়েছে তাদের নতুন প্রযুক্তির ভাজ করা যায় (ফোল্ডেবল) এমন তিনটি স্মার্টফোন। নতুন প্রযুক্তির চমক যেমন আছে এবারের মোবাইল কংগ্রেসে, তেমনি আছে ইউক্রেনের পক্ষে সমর্থনও। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ আয়োজন চলবে ৩ মার্চ পর্যন্ত। আজ এমডব্লিউসিতে দেখানো নতুন কয়েকটি প্রযুক্তিপণ্য দেখা যাক এখানে।