বাবুরহাটের কাপড় এখন থেকে মিলবে অনলাইনে
দেশের অন্যতম পাইকারি কাপড়ের হাট নরসিংদীর শেখেরচর-বাবুরহাটের সব ধরনের দেশীয় কাপড় এখন থেকে মিলবে অনলাইনে। সব ধরনের কাপড় বিক্রেতাদের সুবিধার্থে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে কাপড়পট্টি ডট কম নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম। আজ রোববার দুপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনলাইন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আল মামুন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শেখেরচর-বাবুরহাটে সপ্তাহের নির্দিষ্ট দুই দিন বেচাকেনা হয়। করোনা পরিস্থিতিসহ নানা কারণে হাটের বেচাকেনায় নেতিবাচক প্রভাব পড়েছে। এ ছাড়া দেশের নানা প্রান্ত থেকে আসা পাইকারি ক্রেতাদেরও ভোগান্তি পোহাতে হয়। পাইকারি ক্রেতা–বিক্রেতাদের সুবিধার্থে দেশজুড়ে তাঁতসহ সব ধরনের কাপড়ের বেচাকেনা বাড়াতে ডিজিটাল হাটের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এই উদ্যোগ।