বাজারে স্বস্তি এসেছে, কোনো সমস্যা নেই
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বেকায়দায় স্বল্প আয়ের মানুষ। প্রতিদিন ন্যায্যমূল্যের পণ্য কিনতে টিসিবির ট্রাকের সামনে ভিড় বাড়ছে। এর মধ্যে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক আ. গাফ্ফার খান বললেন, বাজারে স্বস্তি এসেছে। মানুষ পণ্য কিনতে পারছে।
রোজায় অত্যাবশ্যকীয় কৃষিপণ্যের সরবরাহ ঠিক রাখা এবং দাম স্থিতিশীল ও যৌক্তিক পর্যায়ে রাখা নিয়ে বুধবার রাজধানীর খামারবাড়িতে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মতবিনিময় সভা হয়। সেখানে সভাপতির বক্তব্যে বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেছেন, বাজার এখন অনেক ভালো আছে। বাজারে কোনো সমস্যা নেই। বাজার যেন হাসছে। বাজারে প্রচুর জিনিস এখন আছে। কোনো জিনিসের ঘাটতি নেই।
সভায় রাজধানীর বিভিন্ন বাজারের ব্যবসায়ী সমিতির নেতা এবং সুপারশপগুলোর পরিচালন কর্মকর্তা, সিটি করপোরেশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আ. গাফ্ফার খান বলেন, ইতিমধ্যে সরকার কিছু কিছু পণ্যের শুল্ক ও ভ্যাট কমিয়েছে। এর ফলাফল এখনই পাওয়া শুরু হয়েছে। সয়াবিন তেল দেখা যাচ্ছিল না, বাজারে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এখন প্রচুর সয়াবিন তেল বাজারে আছে। অন্যান্য পণ্যের দামও কমে আসছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পণ্যের প্রচুর মজুত আছে। অন্য কোনো অসৎ উদ্দেশ্য না থাকলে পণ্যের দাম স্থিতিশীলতা থাকবে, এখনকার চেয়ে দাম কমতেও পারে। কিছু কিছু পণ্যের উৎপাদন আরও বাড়বে।