বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের গ্রুপ সিইও ঢাকায় আসছেন
বেসরকারি মুঠোফোন কোম্পানি বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের গ্রুপ সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) কান তেরজিওগ্লো কাল রোববার চার দিনের সফরে ঢাকায় আসছেন। বাংলালিংক আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সফরে কান তেরজিওগ্লো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও টেলিকম খাত-সংশ্লিষ্ট নানা পক্ষের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন, টেলিকম খাতের চ্যালেঞ্জ ও বাংলালিংকের ব্যবসা প্রসারের জন্য ভিওনের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
বাংলাদেশ সফর সম্পর্কে কান তেরজিওগ্লো বলেন, ‘বাংলাদেশ ভিওনের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বিকাশমান ও দ্রুত বর্ধনশীল এই দেশে বাংলালিংক কীভাবে ভিওনের লক্ষ্যমাত্রাগুলো বাস্তবায়ন করছে, তা আমি সরাসরি দেখতে আগ্রহী। বাংলালিংকের সহকর্মী, অংশীদার ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের মাধ্যমে আমরা এই দেশের ডিজিটাল অগ্রগতিতে কীভাবে আরও অবদান রাখতে পারি, সেটি বুঝতে চাই।’