বাংলাদেশে ফেসবুকের কমিউনিটি হেল্প চালু

নিজস্ব প্রতিবেদকঢাকাপ্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ১৪: ৫০অ+অ-

বাংলাদেশে ফেসবুকের কমিউনিটি হেল্প চালু

চলমান মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহায়তাসহ সামাজিক সংগঠনের সাহায্য তাদের মধ্যে পৌঁছে দেওয়া এবং সাহায্য পাওয়ার উদ্দেশ্যে ফেসবুক বাংলাদেশে কমিউনিটি হেল্প ফিচার চালু করেছে। করোনাভাইরাস–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সেবার সঙ্গে জনগণকে যুক্ত করতে এটি তাদের চলমান প্রচেষ্টার একটি অংশ বলে জানিয়েছে ফেসবুক।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুক জানিয়েছে, ব্লাড ব্যাংক, সামাজিক সংগঠন ও স্থানীয় অলাভজনক সংস্থা তাদের পেজে কমিউনিটি হেল্প টুল ব্যবহার করতে পারবে। নিজেদের কমিউনিটির ভেতরে বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় জিনিস পেতে অনুরোধ করে পোস্ট করতে এবং অন্যদের পোস্টে সাড়া দিতে পারবে তারা। এ ছাড়া, ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পেজ থেকে নতুন পোস্ট করে অন্যদের সাহায্য করতে পারবে। বৃদ্ধ প্রতিবেশীদের বাজার পৌঁছে দিতে, কাউকে অক্সিজেন সিলিন্ডার খুঁজে পেতে সাহায্য করতে অথবা কোনো সামাজিক সংগঠনের মাধ্যমে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করার জন্য আগ্রহও প্রকাশ করা যাবে এই ফিচারের মাধ্যমে।

ফেসবুক বলেছে, মহামারি ঠেকাতে কমিউনিটি হেল্প ফিচার ব্যবহারকারীদের স্বাস্থ্যনির্দেশনা মেনে নিরাপদে কাজ করতে হবে। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক প্রভাব সৃষ্টির জন্য ফেসবুক কাজ করছে বলে জানানো হয়। এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ বাংলাদেশি ফেসবুকের ব্লাড ডোনেশন ফিচারে সাইন আপ করেছেন বলে জানিয়েছে ফেসবুক।

এই লিংকে https://www.facebook.com/community_help গিয়ে ফেসবুকের ‘কমিউনিটি হেল্প’ ফিচারটি ব্যবহার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *