বাংলাদেশে আইটেল হোমের উদ্বোধন
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে মাল্টি-ক্যাটাগরি প্রোডাক্ট ফ্লাগশিপ স্টোর ‘আইটেল হোম’ চালু করেছে আইটেল। দেশে প্রথমবারের মতো চালু হওয়া নতুন আইটেল হোম রাজধানী উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের চতুর্থতলায় অবস্থিত।
এর আগে মিরপুর-১০ ও গাজীপুরে দুটি ব্র্যান্ড আউটলেট খোলার মধ্য দিয়ে বাংলাদেশে পথচলা শুরু করে আইটেল।
আইটেল হোম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
এ সময় আইটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক, আইটেল বাংলাদেশের সিওও শ্যামল সাহা, আইটেল বিজনেস ইউনিট হেড মো. শফিউল আলম, কার্লকেয়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ মাহফুজুল হক এবং বেশ কয়েকজন টেক ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার উপস্থিত ছিলেন।