ফ্ল্যাশলাইটের আলোর উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করবেন যেভাবে
স্মার্টফোনের ফ্ল্যাশলাইটপেক্সেলস
স্মার্টফোনে ছবি তোলার সময় আমরা প্রায় সবাই ফ্ল্যাশলাইট ব্যবহার করে থাকি। কেউ আবার বিদ্যুৎ চলে গেলে বা অন্ধকারে পথ চলতে ব্যবহার করেন ফ্ল্যাশলাইট। স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ায় অনেকেই স্মার্টফোনের ফ্ল্যাশলাইটের আলোর উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করতে পারেন না। চাইলে ফ্ল্যাশলাইটের সেটিংস পরিবর্তনের মাধ্যমে আলোর উজ্জ্বলতা কম বা বেশি করা যায়।
আইফোনে ফ্ল্যাশলাইটের আলোর উজ্জ্বলতা নিয়ন্ত্রণের জন্য প্রথমে কন্ট্রোল সেন্টার চালু করতে হবে। এবার ফ্ল্যাশলাইট আইকনের ওপর ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখলে আলোর উজ্জ্বলতা নিয়ন্ত্রণের স্লাইডার অপশন দেখা যাবে। স্লাইডারটিকে ওপরে বা নিচে সোয়াইপ করলেই ফ্ল্যাশলাইটের আলোর উজ্জ্বলতা কম বা বেশি হবে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ফ্ল্যাশলাইটের আলোর উজ্জ্বলতা নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল প্যানেল থেকে ফ্ল্যাশলাইট আইকন নির্বাচন করতে হবে। এবার ফ্ল্যাশলাইট সেটিংস অপশন চালু না হওয়া পর্যন্ত আইকনটি চেপে ধরে রাখতে হবে। কিছুক্ষণের মধ্যেই স্মার্টফোনের পর্দায় আলোর উজ্জ্বলতা নিয়ন্ত্রণের স্লাইডার দেখা যাবে। স্লাইডারটিকে ডানে বা বামে সোয়াইপ করলেই ফ্ল্যাশলাইটের উজ্জ্বলতা কম বা বেশি হবে। হালনাগাদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোনে এ সুযোগ পাওয়া যাবে।