ফেসবুকের নিউজফিড এখন শুধু ‘ফিড’
ফেসবুক তাদের নিউজফিডের নাম বদলে ফেলছে। এখন থেকে নিউজফিডকে আর নিউজফিড বলা হবে না। একে বলা হবে ‘ফিড’। অর্থাৎ নিউজফিড শব্দটি থেকে ‘নিউজ’ কথাটি বাদ দিয়ে দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ফেসবুকের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেওয়া হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে এক ই–মেইলে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, এটি কেবল নাম পরিবর্তনের ঘটনা। ফেসবুকের ফিড হিসেবে মানুষ যে বিভিন্ন ধরনের কনটেন্ট দেখতে পান, তা তুলে ধরতেই এ পরিবর্তন আনা হচ্ছে। এ পরিবর্তনের ফলে ফেসবুক অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না।