প্রধানমন্ত্রীকে নিয়ে মেট্রোরেলের প্রথম যাত্রার পর চালক আফিজা যা বললেন
ঢাকায় মেট্রোরেল চালুর মধ্য দিয়ে গণপরিবহন-ব্যবস্থায় নতুন যুগের সূচনা হলো। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে মেট্রোরেলের উদ্বোধন করেন। পরে তিনি প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে চড়েন। প্রধানমন্ত্রী ও তাঁর যাত্রাসঙ্গী অন্য যাত্রীদের নিয়ে মেট্রোরেল দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশনে আসে। মেট্রোরেলের এই প্রথম যাত্রায় চালক ছিলেন একজন নারী। তাঁর নাম মরিয়ম আফিজা। তিনি বলেছেন, ইতিহাসের অংশ হতে পেরে তিনি গর্বিত।