প্রতি কেজি ওজন কমালেই ১ হাজার কোটি রুপি পাবেন বিজেপির এমপি
ওজন কমাতে উঠেপড়ে লেগেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন সংসদ সদস্য। উদ্দেশ্য কিন্তু সুস্থ থাকা নয়। প্রতি কেজি ওজন কমানোর বিনিময়ে এক হাজার কোটি রুপি পাবেন তিনি। এ রকমই একটি চ্যালেঞ্জে জিততেই দৌড়ঝাঁপ শুরু তাঁর। ওই অর্থ খরচ করা হবে তাঁর লোকসভা আসনের অধীনে থাকা এলাকাগুলোর উন্নয়নে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বিজেপির ওই আইনপ্রণেতার নাম অনিল ফিরোজিয়া। বাড়ি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জাইন শহরে। তাঁর শারীরিক কসরতের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনার শুরু চলতি বছরের ফেব্রুয়ারিতে। ওই মাসে ভারতের মালওয়া অঞ্চলে ১১টি সড়কের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গড়করি। ওই অনুষ্ঠানে বিজেপির সংসদ সদস্য অনিলকে ওজন কমানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
নিতিন বলেন, ‘অনিল ফিরোজিয়া তাঁর এলাকার উন্নয়নের জন্য আমার কাছে অর্থ বরাদ্দ চেয়ে আসছেন। আমি তাঁকে একটি শর্ত দিয়েছি। আমার ওজন ১৩৫ কেজি ছিল। এখন ৯৩ কেজি। আমি অনিলকে আমার আগের ছবি দেখিয়েছি। এখন মানুষ আমাকে চিনতে পারে না।