পাসওয়ার্ডের সুরক্ষা দেওয়া পাসওয়ার্ড ম্যানেজারেই সাইবার হামলা
সাইবার হামলার প্রতীকী ছবিরয়টার্স
ব্যবহারকারীদের পাসওয়ার্ডের নিরাপত্তা দেওয়া পাসওয়ার্ড ম্যানেজার ‘লাস্টপাস’ নিজেই সাইবার হামলার কবলে পড়েছে। বিষয়টি স্বীকার করে লাস্টপাস জানিয়েছে, সম্প্রতি একজন হ্যাকার সাইবার হামলা চালিয়ে লাস্টপাসের সিস্টেমে প্রবেশ করে সোর্স কোডসহ বিভিন্ন কারিগরি তথ্য চুরি করেছে। তবে এ হামলার ফলে ব্যবহারকারীদের জমা রাখা পাসওয়ার্ডগুলো নিরাপদ রয়েছে।
সাইবার হামলার ঘটনা তদন্ত করে লাস্টপাস জানিয়েছে, সফটওয়্যারের বিভিন্ন সেবা ও রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত একজন কর্মীর অ্যাকাউন্ট হ্যাক করে এ হামলা চালানো হয়েছে। কর্মীর অ্যাকাউন্টের মাধ্যমে এ হামলা চালানোর ফলে লাস্টপাসের সোর্স কোডসহ কারিগরি বিভিন্ন তথ্য জানার সুযোগ পেয়েছে সেই হ্যাকার। তবে ব্যবহারকারীদের জমা রাখা পাসওয়ার্ডগুলো নিরাপদে রয়েছে।