পরিবেশবান্ধব নতুন ল্যাপটপ দেখাল এসার

অ্যাসপায়ার ভেরো উন্মোচন করেন এসার ইন্ডিয়া ও বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হরিশ কোহলি (ডানে)

অ্যাসপায়ার ভেরো উন্মোচন করেন এসার ইন্ডিয়া ও বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হরিশ কোহলি (ডানে)সংগৃহীত

দেশের বাজারে পরিবেশবান্ধব ল্যাপটপ অ্যাসপায়ার ভেরো প্রদর্শন করেছে এসার। মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাপটপটি উন্মোচন করেন এসার ইন্ডিয়া ও বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হরিশ কোহলি। তিনি জানান, পুনর্ব্যবহারের উপযোগী উপকরণের পাশাপাশি পিসিআর প্লাস্টিক ব্যবহার করায় ল্যাপটপটি ২১ শতাংশ পর্যন্ত কম কার্বন নিঃসরণ করে।

https://10ms.io/cwDayy
বিজ্ঞাপন

উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোরআইফাইভ প্রসেসর। ৮ গিগাবাইট ডিডিআর ৪ র‍্যামে চলা ল্যাপটপটির তথ্য ধারণক্ষমতা ৫১২ গিগাবাইট। ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি (১৯২০ বাই ১০৮০ পিক্সেল) আইপিএস এলইডি ব্যাকলিট এলসিডি ডিসপ্লে সুবিধার ল্যাপটপটিতে ওয়াই-ফাই সুবিধাও রয়েছে।

https://10ms.io/cwDayy
বিজ্ঞাপন

ল্যাপটপটিতে বিল্টইনভাবে যুক্ত করা হয়েছে ভেরোসেন্স অ্যাপ। অ্যাপটি কাজে লাগিয়ে কাজের ধরন অনুযায়ী পারফরম্যান্স, ব্যালান্সড, ইকো ও ইকো+মোডে ল্যাপটপ ব্যবহার করা যায়। ফলে বিদ্যুৎ বা ব্যাটারি খরচ কম হয়। এ মাসের শেষ নাগাদ দেশের বাজারে পাওয়া যাবে ল্যাপটপটি। কিনতে গুনতে হবে ৭৫ হাজার টাকা।

https://10ms.io/rwDoSb
বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *