নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাশিয়াকে যে শর্ত দিল যুক্তরাজ্য
![যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন](https://images.prothomalo.com/prothomalo-bangla%2F2022-03%2Fa4ee7a5d-ee92-480e-908c-7b422d9a4440%2Fboris_johnson.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.0)
রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে মস্কোকে শর্ত দিয়েছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞা প্রত্যাহারে শুধু ইউক্রেনে যুদ্ধবিরতি নয়, প্রতিবেশীদের সঙ্গে নীতিতে পরিবর্তন আনতে হবে রাশিয়াকে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ব্রিটিশ মন্ত্রিসভাকে এসব কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্রকে উদ্ধৃত করে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বরিস জনসন তাঁর মন্ত্রীদের বলেছেন, ‘রাশিয়া এখন যে অবস্থানে, তা পরিবর্তনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়াতে মস্কোর ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে হবে। আর ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে হবে।’
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের মধ্যস্থতায় ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের আলোচনা শুরুর দিনই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস গত রোববার টেলিগ্রাফকে বলেন, ‘সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার করা হলে তবেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। তিনি আরও বলেন, ‘শুধু যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার নয়, এর সঙ্গে রাশিয়াকে এ প্রতিশ্রুতিও দিতে হবে, ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালাবে না তারা।’