নিরাপত্তাঝুঁকিতে ওয়ার্ডপ্রেসে তৈরি ওয়েবসাইট

অনলাইনে নিরাপত্তাঝুঁকিতে তথ্য ছবি : রয়টার্স
প্লাগইনে ত্রুটি থাকায় বিশ্বজুড়ে ওয়ার্ডপ্রেসে তৈরি লাখ লাখ ওয়েবসাইট নিরাপত্তাঝুঁকিতে রয়েছে। ‘আপড্রাফটপ্লাস’ নামের এই প্লাগইনের ত্রুটি কাজে লাগিয়ে যেকোনো ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট দিয়ে অন্য ওয়েবসাইটের সব তথ্য সংগ্রহ করা যায়। ফলে ওয়েবসাইটের নিরাপত্তা শঙ্কার পাশাপাশি ব্যবহারকারীদের তথ্য পাচারের সম্ভাবনা রয়েছে।
‘আপড্রাফটপ্লাস’ প্লাগইনে থাকা ত্রুটি প্রথম শনাক্ত করেন জেটপ্যাক সিকিউরিটির গবেষক মার্স মনটপাস। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি করে প্লাগইনটির নতুন হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানের তথ্যমতে, বিশ্বজুড়ে ৩০ লাখের বেশি ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে প্লাগইনটি। গত কয়েক দিনে প্রায় ১৭ লাখ ওয়েবসাইট কর্তৃপক্ষের কাছে হালনাগাদ সংস্করণের প্লাগইন ব্যবহারের জন্য বার্তা পাঠিয়েছে তারা।