নিবন্ধন দিতে সরকার পুরোপুরি প্রস্তুত নয়

নিবন্ধন দিতে সরকার পুরোপুরি প্রস্তুত নয়

সরকার আনুষ্ঠানিকভাবে অ্যাপস চালু করলেও ই-কমার্স এবং এফ-কমার্স প্রতিষ্ঠানকে ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন (ডিবিআইডি) দিতে এখনো পুরোপুরি সক্ষম নয়। প্রস্তুতি ছাড়াই দুই সপ্তাহ আগে ডিবিআইডি সেবা চালু করে বাণিজ্য মন্ত্রণালয়। ডিবিআইডি দেওয়ার দায়িত্ব পেয়েছে এই মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (ডিজেএসসি)। কিন্তু কাজটি কীভাবে করতে হবে, তা ডিজেএসসিকে বুঝিয়ে দেওয়া হয়নি। ফলে পুরো প্রক্রিয়া এত দিন অকার্যকর অবস্থায় পড়ে ছিল। সংগত কারণেই সেবাটি নিতে পারছিল না কেউ।

অবশ্য বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জট খুলতে যাচ্ছে। জট খোলার অংশ হিসেবেই ডিজেএসসির দায়িত্বশীল ব্যক্তিদের গতকাল রোববার প্রশিক্ষণ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসপায়ার টু ইনোভেটের (এটুআই) একটি দল। ই-কমার্স ও এফ-কমার্স প্রতিষ্ঠানগুলোকে ডিবিআইডি সেবা দেওয়ার লক্ষ্যে সচিবালয়ে ৬ ফেব্রুয়ারি মাইগভ ডট বিডি নামের একটি অ্যাপসের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ওই দিন জানানো হয়েছিল, ই-কমার্স প্রতিষ্ঠানের পাশাপাশি ফেসবুক ব্যবহার করে যাঁরা ব্যবসা করবেন, তাঁদেরও ডিবিআইডি নিতে হবে। ডিবিআইডি নম্বরই ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *