নারীদের স্বাবলম্বী করার প্রত্যয়ে শুরু হলো উই সামিট

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকপ্রথম আলো

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে নারী উদ্যোক্তা সম্মেলন ‘উই সামিট’। আজ শুক্রবার সকালে দুই দিনের এ সম্মেলন উদ্বোধন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের দেশের নারীরা এগিয়ে যাচ্ছে। বর্তমানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় পদে নারীরা নিজেদের যোগ্যতায় জায়গা করে নিয়েছে। নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে পরিবার ও দেশের জন্য ভালো। নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সারা দেশে প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে সরকার।’

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিল। দেশ এখন ডিজিটাল। এই ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে নারীরা প্রযুক্তিবান্ধব ব্যবসা করছেন। আইসিটি বিভাগের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নারীরা স্বাবলম্বী হয়ে উঠছেন।

সভাপতির বক্তব্যে সম্মেলনের আয়োজক উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্টের সভাপতি নাসিমা আক্তার বলেন, এই উদ্যোক্তা সম্মেলন নারীদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখবে। নারীদের প্রযুক্তি ব্যবহার করে ব্যবসার জন্য উই শুরু থেকেই কাজ করছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, উইয়ের উপদেষ্টা ও সিল্কক গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা সৌম্য বসু, স্টার টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *