নারীদের বাধাহীন ঘুরে বেড়ানোর স্বপ্নপূরণে ফেসবুক গ্রুপ
![ওয়ান্ডার উইমেনের সদস্যরা](https://images.prothomalo.com/prothomalo-bangla%2F2022-03%2F6a4690a1-a1c4-4287-b6af-141bf459a517%2FWander_women__1_.jpg?rect=0%2C98%2C1110%2C624&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700&dpr=1.0)
ওয়ান্ডার উইমেনের সদস্যরাছবি : সংগৃহীত
নারীদের ঘরে বন্দী থাকার দিন ফুরিয়েছে অনেক আগেই। ভ্রমণপিপাসু নারীরা এখন কারও সাহায্য ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশের নানা প্রান্তরে। সামাজিক কারণে উন্নত দেশের তুলনায় বাংলাদেশে নারী ভ্রমণকারীর সংখ্যা বেশ কম। কারণ, পুরুষ সঙ্গী ছাড়া ভ্রমণের সময় তাঁদের নানা প্রশ্ন ও বাধার সম্মুখীন হতে হয়। তাই বলে কি নারীরা ইচ্ছেমতো ঘুরে বেড়াবেন না? মোটেও তা নয়। বিষয়টি মাথায় রেখে ভ্রমণপিপাসু নারীদের জন্য ফেসবুকে চালু করা হয়েছে ‘ওয়ান্ডার উইমেন’ গ্রুপ। ইচ্ছেমতো ঘুরে বেড়াতে ভালোবাসেন, এমন অনেক নারী একত্র হয়েছেন ফেসবুক গ্রুপটিতে। নিজেদের মধ্যে তথ্য বিনিময়ের পাশাপাশি গ্রুপের সদস্যদের সঙ্গে ভ্রমণে সহায়তা করাই গ্রুপটির মূল লক্ষ্য। গত মাসে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বৈশ্বিক উদ্ভাবন কর্মসূচি ‘আনলিশ প্লাস ২০২১’ জিতে ২০ লাখ টাকার অনুদানও পেয়েছে এই গ্রুপটি।
ওয়ান্ডার উইমেন গ্রুপের প্রতিষ্ঠাতা সাবিরা মেহরিন। ছোটবেলা থেকেই ঘুরে বেড়াতে পছন্দ করেন। বয়স বাড়ার পর নিরাপত্তার কথা ভেবে পরিবার থেকে অনেক জায়গায় যাওয়ার অনুমতি পাননি তিনি। ভ্রমণের ইচ্ছা থাকলেও পরিবারের সব সদস্যের সঙ্গে নিজের সময় মিলত না অনেক সময়। এসব কারণে তাঁর মনে হলো, এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যেখানে কোনো নারী ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে ভ্রমণের প্রয়োজনীয় তথ্য, সঙ্গীসহ সব ধরনের সহযোগিতা পাবেন।