নতুন দুই ফোল্ডিং পর্দার স্মার্টফোনের ঘোষণা দিল স্যামসাং

নতুন দুটি ফোল্ডেবল পর্দার স্মার্টফোনের সঙ্গে একজোড়া ইয়ারবাড এবং একটি স্মার্টঘড়ির ঘোষণা দেওয়া হয় গতকাল রাতে

নতুন দুটি ফোল্ডেবল পর্দার স্মার্টফোনের সঙ্গে একজোড়া ইয়ারবাড এবং একটি স্মার্টঘড়ির ঘোষণা দেওয়া হয় গতকাল রাতে : স্যামসাং

ফোল্ডেবল, অর্থাৎ ভাঁজ করা যাবে এমন দুটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। এর একটি গ্যালাক্সি জেড ফোল্ড৩, অপরটি গ্যালাক্সি জেড ফ্লিপ৩ মডেলের।

স্মার্টফোন দুটির ঘোষণায় স্যামসাং বলেছে, মানুষের হাতে হাতে ফোল্ডেবল ফোন তুলে দিতে চায় তারা। আগে যে ফোল্ডিং ফোন ব্যবহার করতেন সবাই, সেগুলোর সঙ্গে এর পার্থক্য হলো, নতুন ফোনগুলো ডিসপ্লেসহই ভাঁজ করা যায়। আর ভাঁজ খুলে বড় আকারের ডিসপ্লেতে কাজ করার সুবিধা পাওয়া যায়।

তবে সমস্যা হলো, গ্যালাক্সি সিরিজের ফোল্ডেবল স্মার্টফোনগুলোর দাম বরাবর হাজার ডলারের ওপরেই হয়ে থাকে। আর তাই শুরুর দিকে ফোল্ডেবল ফোনের প্রতি মানুষের আগ্রহ দেখা দিলেও চড়া দামের জন্য সবার হাতে হাতে ওঠেনি।

গ্যালাক্সি জেড ফোল্ড৩

স্যামসাং অবশ্য বলছে, গ্রাহকদের আকৃষ্ট করতে তারা একদিকে দাম কমিয়েছে, অন্যদিকে স্থায়িত্ব বাড়ানোর জন্য শক্তপোক্ত করে তৈরি করেছে। তবে একজন বাজার বিশ্লেষকের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ফোনগুলো এখনো সাধারণ ব্যবহারকারীদের হাতে ওঠার মতো হয়ে ওঠেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *