নওয়াজ শরিফ সেপ্টেম্বরেই দেশে ফিরছেন

নওয়াজ শরিফ আগামী মাসেই পাকিস্তানে ফিরছেন

নওয়াজ শরিফ আগামী মাসেই পাকিস্তানে ফিরছেনছবি: এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যুক্তরাজ্য থেকে পাকিস্তানে ফিরছেন। আগামী সেপ্টেম্বরেই তিনি দেশে ফিরছেন। পাকিস্তানের মন্ত্রী মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা জাভেদ লতিফ এ কথা জানিয়েছেন। গতকাল সোমবার তিনি এ কথা জানিয়েছেন বলে জিও টিভির খবরে বলা হয়েছে।

পাকিস্তানের পাঞ্জাবের প্রদেশের রাজধানী লাহোরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জাভেদ লতিফ বলেন, ‘আমাদের নেতা নওয়াজ শরিফ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আগমী সেপ্টেম্বরেই দেশে ফিরবেন তিনি।’

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত নওয়াজ শরিফ ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। এর পর থেকে তিনি সেই দেশেই আছেন।
আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতির অভিযোগে করা মামলায় প্রমাণিত হওয়ায় ২০১৮ সালে একটি বিশেষ আদালত নওয়াজকে ১১ বছরের কারাদণ্ড দেয়। সেই সঙ্গে তাঁকে ১ দশমিক ৩ বিলিয়ন রুপি জরিমানা করা হয়। কারাগারে থাকা অবস্থায় লাহোর হাইকোর্টে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার আবেদন করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এরপর ওই বছরই দেশ ছাড়েন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *