ধর্ষণের মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কারাগারে
ধর্ষণের মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কারাগারে গতকাল শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তারের পর সন্ধ্যার দিকে আদালতে সোপর্দ করা হলে খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমী আহমেদ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে খুলনা নগরের এক নারী ওই ছাত্রের বিরুদ্ধে হরিণটানা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরের দিন গতকাল দুপুরে ওই ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ছাত্র খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেন।
মামলার এজাহারের বরাত দিয়ে হরিণটানা থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, গত বৃহস্পতিবার দুপুরে কাজের কথা বলে ইসলামনগর এলাকার এক ভাড়া বাসায় ওই নারীকে নিয়ে যান এই ছাত্র। এরপর সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। ওই রাতে নারী বাদী হয়ে থানায় মামলা করেন। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।