দেশের বাজারে হুয়াওয়ের নতুন নোটবুক
হুয়াওয়ে মেটবুক ডি১৫ হুয়াওয়ে
ইনটেলের ১১তম প্রজন্মের কোর আই ফাইভ প্রসেসরে চলা মেটবুক ডি১৫ মডেলের নোটবুক বাংলাদেশে এনেছে হুয়াওয়ে। নোটবুকটিতে হালনাগাদ মডেলের ইনটেল আইরিশ এক্সই গ্রাফিকস কার্ড ব্যবহার করায় দ্রুত গ্রাফিকসের কাজ করা যায়। মাল্টি-স্ক্রিন কোলাবোরেশন প্রযুক্তি সুবিধার নোটবুকটিতে স্মার্টফোনের স্ক্রিনের ছবিও বিনিময় করা যায়।
১৫ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিনের নোটবুকটিতে রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর ৪ র্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা। ফলে শিক্ষার্থীদের পাশাপাশি যেকোনো পেশাজীবী স্বাচ্ছন্দ্য নোটবুকটি ব্যবহার করতে পারবেন।
ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন সুবিধার নোটবুকটির ওজন বেশ কম, মাত্র ১ কেজি ৫৬০ গ্রাম। নোটবুকটিতে ডুয়েল অ্যানটেনার ওয়াইফাই ৬ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকায় দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যায়। নোটবুকটির দাম ৭৪ হাজার টাকা।