দরজির দোকানে দৌড়ঝাঁপ
দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় বাড়ন্ত শিশুদের ইউনিফর্ম ছোট হয়ে গেছে। হঠাৎ স্কুল খোলার ঘোষণা আসায় অভিভাবকেরা ছুটছেন নতুন ইউনিফর্ম বানাতে।
বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে করতে এক ক্লাস পার হয়ে গেল আহানাফ আদিয়াত। অনলাইনে ক্লাস করলেও তাকে স্কুলের নির্ধারিত ইউনিফর্ম পরতে হয়। তবে ক্যামেরায় দেখা যায় না বলে বাসায় পরা পায়জামা–হাফপ্যান্টের ওপর দিব্যি শুধু শাটর্টা চাপিয়ে নিলেই চলেছে। পায়ে স্যান্ডেল রইল নাকি খালি পা, সেটা নিয়েও মাথা ঘামাতে হয়নি। ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার ঘোষণা আসার সঙ্গে সঙ্গে মা ফারজানা রহমান ইউনিফর্মের বাকি অংশ পরীক্ষা করে দেখলেন, ছেলের প্যান্ট কোমর পর্যন্ত আসছে না, জুতাজোড়াও পায়ে ঢুকছে না।