তুরাগে বিস্ফোরণে দগ্ধদের কেউ বেঁচে রইলেন না

রাজধানীর তুরাগের রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহীন মিয়াও মারা গেলেন। এ ঘটনায় দগ্ধ ৮ জনের মধ্যে ২৪ বছর বয়সী শাহীন মিয়াই বেঁচে ছিলেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জনই রিকশাচালক।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন বলেন, শাহীনের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
শাহীনের ভাতিজি তামান্না রহমান প্রথম আলোকে জানান, শাহীনের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। বাবার নাম হাসান মিয়া। তিনি তুরাগের রাজাবাড়ি এলাকায় থাকতেন।