তিন দিনে মোট মৃত্যুর অর্ধেকের বেশি নারী
দেশে করোনাভাইরাসের সংক্রমণে নারীদের মৃত্যু বাড়ছে। গত তিন দিনে করোনায় সংক্রমিত হয়ে যত মানুষের মৃত্যু হয়েছে, তার অর্ধেকের বেশি নারী। যদিও সংক্রমণের শুরু থেকে দেশে করোনায় পুরুষের চেয়ে নারীদের মৃত্যু কম ছিল। গত জুন মাস থেকে নারীদের মৃত্যু বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ তিন দিনে করোনায় সংক্রমিত হয়ে দেশে ২৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩৯ জন নারী।
চলতি বছরের ১ মার্চ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর ২৪ দশমিক ৩৯ শতাংশ ছিল নারী। এরপর পরিস্থিতি পাল্টাতে থাকে। সবশেষ (গত বছরের মার্চ থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত) তথ্য অনুযায়ী, দেশে করোনায় মৃতদের ৩৫ দশমিক ১৫ শতাংশ নারী।