ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ফল কাল দুপুরে

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ফল আগামীকাল মঙ্গলবার দুপুরে প্রকাশ করা হবে৷ আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

https://10ms.io/fwDoXh
বিজ্ঞাপন

ঘ ইউনিট বিভাগ পরিবর্তন ইউনিট হিসেবে পরিচিত৷ উচ্চমাধ্যমিকের বিভাগ পরিবর্তন করে অন্য বিভাগে পড়াশোনা করতে চাওয়া শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে থাকেন৷ গত ১১ জুন ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছিল৷ এই ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে এবার আবেদন করেছিলেন ৭৮ হাজার ৩১ জন শিক্ষার্থী৷ সেই হিসাবে আসনপ্রতি প্রার্থী ছিলেন ৬২ জন৷

https://10ms.io/fwDoXh
বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে এবার মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়েছে৷ এর মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ ছিল৷ দুই অংশের উত্তর দেওয়ার জন্য ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় পেয়েছেন শিক্ষার্থীরা৷ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ১০ করে মোট ২০ নম্বর যোগ করে মেধাতালিকা তৈরি করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *