ডিজিটাল মার্কেটিং (digital marketing) কি ? এর প্রকার এবং লাভ

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কি (What is digital marketing in Bengali) এবিষয়ে।

আপনারা হয়তো জানেন, আজ যুগ হলো digital এর। এবং আপনি যদি এখনো জানেননা যে “Digital marketing কি”  তাহলে হয়তো আপনি অনেক পেছনে পড়ে আছেন।

তাই বর্তমানের আধুনিক সময়ে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে জেনেনেয়াটা আপনার জন্য অনেক জরুরি।

All about digital marketing in bangla.

আপনি জদি, একজন ব্যবসায়ী (businessman) তাহলে অনলাইন মার্কেটিং এর ব্যাপারটা জেনে রাখলে আপনার প্রচুর কাজে আসবে।

আপনি ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে জেনে নিজের ব্যবসা (business) কে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন।

আজ, আপনি যদি নিজের বিসনেস (business) এ জলদি সফলতা পেতে চান, তাহলে ডিজিটাল মার্কেটিং আপনার সফলতার গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়াতে পারে।

সেই দিন এখন নেই যেখানে আমরা কোনো প্রোডাক্ট (product) মার্কেটিং (marketing) করার জন্য মানুষের ঘরে ঘরে বা দোকানে দোকানে যেতাম।

এগুলো মার্কেটিং এর পুরোনো নিয়ম যেগুলি আজ কাজে আসেনা বললে আমি ভুল হবোনা।

এই প্রক্রিয়া গুলিতে, সময় অনেক নষ্ট হওয়ার সাথে সাথে আপনার টাকাও অনেক খরচ করতে হয়।

এর বাইরে এই পুরোনো মার্কেটিং এর প্রক্রিয়া ব্যবহার করে আমরা আমাদের product বা service অধিক লোকেদের কাছে প্রচার বা মার্কেটিং করতে পারিনা।

আর এখানেই কাজে আসে Digital marketing এর (What is digital marketing in bangla ?).

ডিজিটাল মার্কেটিং এমন একটি শক্তি, যার দ্বারা আমরা যেকোনো প্রোডাক্ট বা সার্ভিস ঘরে বসেই কিছু সময়ের মধ্যে লক্ষ লক্ষ লোকেদের কাছে মার্কেটিং বা প্রচার করতে পারি।

এর বাইরেও, যদি আপনি কোনো পণ্য (product), online service বা offline business এর জন্য কাস্টমার খুঁজছেন, তাহলে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনেক অনেক কম খরচে “লক্ষ্যবস্তু কাস্টমার” (targeted customer) পেয়ে যেতে পারবেন।

এর দ্বারা আজ, সব ছোট বরো কোম্পানি (company) নিজের প্রোডাক্ট, তার “লক্ষ্যবস্তু গ্রাহকের” কাছে মার্কেটিং বা প্রচার করছেন এবং তারা নিজের business দিনের পর দিন বাড়িয়ে নিচ্ছেন।

আগে লোকেরা বা কোম্পানিরা কোনো বিজ্ঞাপন (advertisement) এমন জায়গায় দেখাতো বা প্রচার করতো যেখানে লোকের ভিড় বেশি।

এমন জায়গায় বিজ্ঞাপন দেখানো হতো যেখানে লোকেদের নজর বা ধ্যান বেশি পড়ার সুযোগ হতো।

যেমন, রেডিও (radio), টিভি (tv) বা রাস্তার পাশে। এমন অনেক বিজ্ঞাপনের নিয়ম তারা ব্যবহার করতেন।

কিন্তু, আজ আপনি সবথেকে বেশি ভিড় বা লোকেদের সংখ্যা পাবেন সোশ্যাল মিডিয়া (social media) এবং ইন্টারনেটে (internet)

তাই, এখনের দিনে যদি কোনো product বা service বিজ্ঞাপনের মাধ্যমে লক্ষ লক্ষ লোকেদের কাছে অনেক কম সময়ের ভেতরে প্রচার বা marketing করতে হয়,

তাহলে আপনার পুরোনো marketing এর নিয়ম ভুলে Digital marketing এর সাথে আগে বাড়তে হবে।

এবং, তাই আজ আমি আপনাদের “ডিজিটাল মার্কেটিং কি“, “কিভাবে ডিজিটাল মার্কেটিং এর ব্যবহার করবেন” , এর প্রকার ভেদ এবং ডিজিটাল মার্কেটিং এর লাভ, এগুলির বেপারে সবটাই ভেঙে বলবো।

তাহলে, দেরি কিসের চলুন আজকের Digital marketing tutorial শুরু করা যাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *