ডলারের দাম আরও বাড়ল

বাংলাদেশ ব্যাংকের হিসাবে ডলারের দাম বেড়ে হয়েছে ৯৪ টাকা ৭০ পয়সা। যদিও ব্যাংকে দাম ১০২ টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে ডলারের দাম বেড়ে হয়েছে ৯৪ টাকা ৭০ পয়সা। যদিও ব্যাংকে দাম ১০২ টাকার বেশি।ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের দাম আরও ২৫ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে প্রতি ডলারের দাম বেড়ে হয়েছে ৯৪ টাকা ৭০ পয়সা, আগে যা ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা। নতুন দামে রিজার্ভ থেকে সোমবার ১৩ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন দামকে কেন্দ্রীয় ব্যাংক বলছে, আন্তব্যাংক দর।

https://10ms.io/AexgaP
বিজ্ঞাপন

অবশ্য ব্যাংকগুলোতে এই দামে কোনো ডলার কেনাবেচা হচ্ছে না। সংকটের কারণে গতকাল ব্যাংকগুলো ১০২ টাকার বেশি দামে প্রবাসী আয় সংগ্রহ করেছে। একই দামে আমদানিকারকদের দায় শোধ করেছে। ফলে বাংলাদেশ ব্যাংক ও খোলাবাজারে ডলারের দামের পার্থক্য দাঁড়িয়েছে সাত টাকার বেশি। আর খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১০৫ টাকায়।

https://10ms.io/AexgaP
বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ডলারের দাম আরও ২৫ পয়সা বাড়ানো হয়েছে। নতুন দামে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হয়েছে।

এদিকে চলতি মাসের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে ১৬৪ কোটি ২৭ লাখ ডলার দেশে এসেছে। জুন মাসের পুরো সময়ে এসেছিল ১৮৩ কোটি ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *