ট্রাকের ধাক্কায় স্বামীসহ প্রাণ গেল অন্তঃসত্ত্বা শোকিনার
পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল শোকিনা ফাতেমি (৩২) ও মো. ইকবাল উদ্দিন চৌধুরী (৪০) দম্পতির। মাস কয়েক বাদেই তাঁদের কোলজুড়ে আসার কথা ছিল প্রথম সন্তান। চিকিৎসকের পরামর্শে মেনেই চলছিলেন শোকিনা। আজকেও তিনি গিয়েছিলেন চিকিৎসকের কাছে। সেখানে থেকে ফেরার পথে ট্রাকের চাপায় প্রাণ হারান এ দম্পতি। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজারে এ দুর্ঘটনা ঘটে।’
শোকিনা ফাতেমি নগরের মোস্তফা-হাকিম কে জি অ্যান্ড হাইস্কুলের শিক্ষিকা। তাঁর স্বামী ইকবাল উদ্দিন চৌধুরী একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তাঁদের বাসা নগরের ফিরোজ শাহ কলোনিতে। গ্রামের বাড়ি মিরসরাই।
নিহত দম্পতির পরিবার সূত্রে জানা যায়, শোকিনা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বুধবার তিনি চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অফিস শেষে স্বামী ইকবাল তাঁকে মোটরসাইকেলে করে সেখান থেকে নিয়ে ফিরছিলেন।