টিসিবির পণ্য গুদাম থেকে বিক্রির স্থানে যেতে লাগছে ৬-৮ ঘণ্টা

গুদাম কর্মকর্তার কক্ষের সামনে টিসিবির পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের ভিড়
গুদাম কর্মকর্তার কক্ষের সামনে টিসিবির পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের ভিড়

টিসিবির পরিবেশক মেসার্স ফারজাদ এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি মো. ইব্রাহিম। আজ মঙ্গলবার সকাল সাতটায় তিনি তেজগাঁওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে (৩৪৪/সি তেজগাঁও শিল্প এলাকা) যান পণ্যের বরাদ্দপত্র নিতে। আধা ঘণ্টা পর বরাদ্দপত্র পেয়ে জানতে পারেন, তাঁকে ট্রাকে পণ্য ওঠাতে হবে টিসিবির আরেকটি গুদাম (২৩০ তেজগাঁও শিল্প এলাকা) থেকে।

এ দুই স্থানের দূরত্ব এক কিলোমিটারের বেশি। প্রায় আধা ঘণ্টা পর সকাল আটটায় ওই গুদামে পৌঁছেই সিরিয়ালের জন্য দায়িত্বপ্রাপ্ত গুদাম কর্মকর্তার কাছে বরাদ্দপত্রটি জমা দেন। পান ৪৩ নম্বর সিরিয়াল। এরপর গুদামের বাইরে রাস্তার এক পাশে ট্রাক দাঁড় করিয়ে শুরু হয় অপেক্ষা।

দুপুর ১২টার দিকে গুদামের ভেতরে ট্রাক ঢোকানোর ডাক আসে ইব্রাহিমের। ততক্ষণে আগের সিরিয়ালে থাকা পরিবেশকদের ৪২টি ট্রাকে পণ্য তুলে ক্লান্ত ও ক্ষুধার্ত শ্রমিকেরা কিছুটা জিরিয়ে নাশতা–পানি খাচ্ছেন। তাই অপেক্ষার শুরু আবারও। এবার অপেক্ষা করতে হলো আধা ঘণ্টার বেশি।

দুপুর ১২টা ৩৫ মিনিটে শুরু হয় ইব্রাহিমের ট্রাকে পণ্য ওঠানো। পর্যায়ক্রমে সয়াবিন তেল, মসুর ডাল, ছোলা, পেঁয়াজ, চিনি ও খেজুর ট্রাকে ওঠাতে লাগে আরও ২৫ মিনিট। বেলা একটার দিকে পণ্য নিয়ে মো. ইব্রাহিম রওনা দেন বিক্রির নির্ধারিত স্থানের উদ্দেশে। আজ তাঁর পণ্য বিক্রির নির্ধারিত স্থান ছিল ঢাকা দক্ষিণ সিটির ৭৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণগাঁও বটতলা এলাকা। ওই স্থানে পৌঁছান বেলা আড়াইটার পর। গুদামে সিরিয়াল দেওয়া, ট্রাকে পণ্য ওঠানো এবং বিক্রির নির্ধারিত স্থানে পৌঁছানো পর্যন্ত তাঁর সময় লাগে মোট ছয় ঘণ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *