টিকটকের আদলে টুইটারে আসছে টুইট রিঅ্যাকশন ভিডিও
‘কোট টুইট উইথ রিঅ্যাকশন’ ফিচার সংগৃহীত
টিকটকের আদলে ভিডিওর মাধ্যমে প্রতিক্রিয়া প্রদর্শনের সুযোগ দিতে ‘কোট টুইট উইথ রিঅ্যাকশন’ ফিচার চালু করতে যাচ্ছে টুইটার। ফিচারটি কাজে লাগিয়ে অন্যের পোস্ট করা টুইট বার্তার উত্তর ছবি বা ভিডিওর মাধ্যমে পোস্ট করা যাবে। অর্থাৎ পরিচিত কোনো ব্যক্তির টুইট বার্তায় থাকা কোনো তথ্যের বিষয়ে নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছবি বা ভিডিওর মাধ্যমে জানানো যাবে।
ফিচারটি ব্যবহারের জন্য বাড়তি কোনো ঝামেলাও পোহাতে হবে না। অন্যদের টুইট বার্তার নিচে ‘রিটুইট’ মেনুতে ক্লিক করে ‘কোট টুইট উইথ রিঅ্যাকশন’ বাটনে চাপ দিয়ে মুঠোফোন থেকে ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে। এরই মধ্যে আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে ফিচারটির কার্যকারিতা পরখ করছে টু্ইটার। শিগগিরই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে। সূত্র: দ্য ভার্জ