টাকা ফেরতে ই–অরেঞ্জের লিখিত প্রতিশ্রুতি চান গ্রাহকেরা

টাকা ফেরতে ই–অরেঞ্জের লিখিত
প্রতিশ্রুতি চান গ্রাহকেরা

ই–অরেঞ্জের মালিকপক্ষ যেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গ্রাহকদের সামনে বসে পণ্য বা টাকা ফেরত (রিফান্ড) দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেয়, এমন দাবি জানিয়েছেন ই–অরেঞ্জের ভুক্তভোগী গ্রাহকেরা। আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের কাছে তাঁরা এ ব্যাপারে আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনে তাঁরা পণ্য বা টাকা ফেরত পেতে বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

সাগর সরকার নামের এক গ্রাহকের নেতৃত্বে চারজন গ্রাহক বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমানের কাছে আবেদনপত্র জমা দেন। এর আগে তাঁরা গতকালের মতো আজও জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন।
ই–অরেঞ্জের মালিকপক্ষ প্রতারণামূলকভাবে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে তাহেরুল ইসলাম নামের এক ভুক্তভোগী গ্রাহক গতকাল মঙ্গলবার গুলশান থানায় মামলা করেছেন। মামলার আসামিদের মধ্যে ই–অরেঞ্জের মূল মালিক সোনিয়া মেহজাবিন ও তাঁর স্বামী মাসুকুর রহমান গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না দিয়ে তাঁদের কারাগারে পাঠিয়ে দেন।

আবেদনে বলা হয়েছে, ই–অরেঞ্জ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পণ্য বা টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বারবার। আর তা বারবারই ভঙ্গ করছে। পরের প্রতিশ্রুতিগুলো দিতে হবে ভুক্তভোগী গ্রাহকদের সামনাসামনি বসে। মালিকপক্ষ গ্রাহকদের টাকা কীভাবে ফেরত দেবে এবং কত দিনের মধ্যে ফেরত দেবে, তা সুনির্দিষ্টভাবে জানাতে হবে। পণ্য বা টাকা ফেরতের আলোচনার সময় সামার ভাউচার ও স্বপ্ন ভাউচারের টাকা ফেরতের লিখিত প্রতিশ্রুতিও দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *