জিপিএস কি ? (GPS meaning in Bengali) – সম্পূর্ণ তথ্য
GPS মানে কি (GPS in Bengali) – বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের কাছেই একটি করে smartphone অবশই আছে।
এবং, স্মার্টফোনে থাকা গুগল ম্যাপ (Google map) এর ব্যবহার করে আপনি কোনো না কোনো সময় অজানা অচেনা রাস্তা অবশই খুঁজেছেন।
খুঁজেছেন তো ?
আমরা নিজের মোবাইলে থাকা গুগল ম্যাপ ব্যবহার করে, রাস্তা, লোকেশন, জায়গার দূরত্ব বা ঠিকানা এই সমস্ত জিনিস দেখে নিতে পারি।
তবে, গুগল ম্যাপ এর পেছনে থাকা প্রযুক্তির (technology) বিষয়ে কিন্তু সবাই জানেনা।
এইযে গুগল ম্যাপ এর ব্যবহার করে নিজের মোবাইলে বিভিন্ন জায়গা গুলো (location) বা রাস্তা গুলো দেখতে পারছি, এগুলো কিন্তু জিপিএস (GPS) এর মাধ্যমেই সম্ভব হয়ে উঠছে।
বিখ্যাত বৈজ্ঞানিকরা কত রকমের আবিষ্কার করে মানব জীবনের জন্য নানান ধরণের সুবিধে করে দিয়ে গেছে।
এবং, এরকম একটি আবিষ্কার যেখানে GPS নামের যন্ত্রটির আবিষ্কার করার ফলে মানব জীবনের জন্য এক অবদান বললে আমি ভুল হবোনা।
এই জিপিএস (GPS) প্রযুক্তির মাধ্যমে আমরা যেকোনো রাস্তা বা ঠিকানা খুঁজে বের করতে পারি।
GPS এর মাধ্যমে আমরা,
কোন জায়গা কোথায় আছে, কোন দোকান কোথায় আছে, জায়গার দূরত্ব, ঠিকানা, রাস্তা এবং একটি জিপিএস ট্র্যাকার ডিভাইস (GPS tracker device) এর মাধ্যমে যেকোনো ব্যক্তি, গাড়ি বা চলন্ত জিনিসের বর্তমান অবস্থান (location) দেখে নিতে পারি।
জিপিএস অনেক কাজের এবং প্রত্যেকের ক্ষেত্রেই অনেক প্রয়োজনীয় একটি যন্ত্র।
এখন হয়তো আপনারা ভাবছেন যে,
- জিপিএস কি (What is GPS in Bengali) ?
- GPS এর ইতিহাস কি ?
- জিপিএস (GPS) এর কাজ কি ?
- জিপিএস এর ব্যবহার কেন করা হয় ?
- এবং, জিপিএস এর সুবিধা গুলো কি কি ?
তাছাড়া, জিপিএস এর বিষয়ে কিছু অন্যান্য তথ্য যেমন “GPS এর পূর্ণরুন কি (Full Form Of GPS in Bangla)” এবং “জিপিএস ট্র্যাকার এর বিষয়ে” আমরা জানবো।
তাহলে চলুন, জিপিএস নিয়ে আপনার মনে থাকা প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিচে জেনেনেই।
সবচে প্রথমে, “জিপিএস কাকে বলে (GPS meaning in Bangla)” এই বিষয়টি সম্পূর্ণ ভাবে জেনেনেই।
জিপিএস (GPS) কি ? (What is GPS)
GPS কে “Global positioning system” বলেও বলা হয়।
এটা হলো একটি গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম (Global navigation satellite system) যেটা আমাদের বর্তমান অবস্থানের (position) বিষয়ে বলতে পারে।
Location এর সাথে সাথে GPS এর মাধ্যমে আমরা, গতি-বেগ (velocity) এবং সময়ের সিঙ্ক্রোনাইজেশন এর বিষয়েও জেনেনিতে পারি।
সোজা ভাবে বললে,
একটি জিপিএস সিস্টেম, স্যাটেলাইটের (satellite) এর সাহায্যে আমাদেরকে পৃথিবীর যেকোনো স্থান থেকে আরেকটি স্থানের দূরত্ব, দিশা বা ঠিকানা দেখিয়ে দিতে পারে।
বর্তমান সময়ে একটি GPS system বিভিন্ন জিনিসে থাকতে পারে।
আপনার, “smartphone”, “car”, “bike”, “ঘড়ি”, “ঘর” ইত্যাদি যেকোনো জায়গায়।
GPS আসলে “trilateration” নামের একটি প্রযুক্তির মাধ্যমে কাজ করে।
Trilateration প্রযুক্তিতে বিভিন্ন signal গুলোকে satellite এর মাধ্যমে গ্রহণ করা হয়।
এবং, satellite এর মাধ্যমে গ্রহণ করা এই signal গুলোর ফলেই যেকোনো লোকেশন এর তথ্য (location information) খুঁজে পাওয়া যায়।
Trilateration প্রযুক্তির মাধ্যমে, উচ্চতা, গতি-বেগ এবং অবস্থানের গণনা করা হয়।
GPS এর প্রযুক্তি জনসাধারণের জন্য আগের থেকেই উপলব্ধ কখনোই ছিলোনা।
এই প্রযুক্তি মুখ্য রূপে তৈরি করা হয়েছিল military applications এর ক্ষত্রে ব্যবহার করার জন্য।
কিন্তু, ১৯৮০ সালে সরকার দ্বারা এই জিপিএস প্রযুক্তি (GPS technology) সাধারণ জনসাধারণের জন্য উপলব্ধ করে দেওয়া হলো।
বৃষ্টি হোক কি ঝড়-বাতাস, GPS যেকোনো ধরণের আবহাওয়া কাজ করবে।
কারণ এর সোজা সম্পর্ক পৃথিবীর বাইরে ও আমাদের মাথার ওপরে থাকা স্যাটেলাইটের (satellite) সাথে।
তাহলে বুঝলেন তো, “জিপিএস (GPS) কাকে বলে” ?
আশা করছি বুঝতে পেরেছেন।
GPS এর পূর্ণরূপ কি ? (Full form of GPS)
জিপিএস এর পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম হলো “Global positioning system”. বাংলাতে যদি বলা হয় তাহলে “গ্লোবাল পজিশনিং সিস্টেম” বলা হয়।
জিপিএস (GPS) এর ইতিহাস – (History of GPS in Bangla)
সর্বপ্রথমে জিপিএস এর ব্যবহার করা হয়েছিল “U.S. Department of Defense” এর দ্বারা।
১৯৭৩ সালে, আগেকার পুরোনো ন্যাভিগেশন সিস্টেমের সীমাবদ্ধতা গুলোকে দূর করার উদ্দেশ্যে “আমেরিকা যুক্তরাষ্ট্রতে” GPS project লঞ্চ করা হয়েছিল।
GPS কে, গ্লোবাল ন্যাভিগেশন স্যাটালইট সিস্টেম (GNSS) হিসেবে ধরা হয়েছিল যেখানে সম্পূর্ণ বিশ্বকে কভার করা হবে।
জিপিএস বলতে অনেক সময় “American navigation system” কেই ধরা হয় যাকে “NAVSTAR” বলা হয়।
১৯৫৭ সালে রাশিয়ার (Russia) দ্বারা launch করা Sputnik I satellite র উদ্দেশ্য ছিল “ভৌগলিক অবস্থান এর সূচনা দেওয়া”।
এবং লঞ্চ হওয়ার কিছু সময় পর থেকেই U.S. Department of Defense এর মাধ্যমে এর ব্যবহার শুরু করা হলো।
U.S. Department of Defense মূলরূপে submarine navigation এর ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার আরম্ভ করলো।
১৯৮৩ সালের পর, U.S. government এর নির্দেশ অনুসরি GPS প্রযুক্তিকে সাধারণ জনসাধারণের দ্বারা ব্যবহার করার অনুমতি দিয়ে দেওয়া হলো।
আমেরিকার NAVSTAR GPS এর মধ্যে ৩২ টি স্যাটালইট রয়েছে যেগুলো U.S এর সম্পূর্ণ নিজস্ব।
আরেকদিকে, রাশিয়ার global navigation satellite system যেটা হলো “GLONASS“, এর মধ্যে রয়েছে ২৪ টি স্যাটালইট।
তাহলে, জিপিএস এর ইতিহাস নিয়ে কিছু জ্ঞান আপনার অবশই হয়ে গেছে হয়তো।
জিপিএস কি কি কাজে ব্যবহার করা হয় ? (Uses of GPS)
এখন, জিপিএস মানে কি এবং এর ইতিহাস এর বিষয়ে জেনেনেওয়ার পর আপনারা হয়তো এর কাজের বিষয়ে জানতে চাচ্ছেন।
GPS এর কাজ কি এবং এর ব্যবহার কোথায় কোথায় করা হয় এই বিষয়ে চলুন অল্প জেনেনেই।
১. Location : একটি অবস্থানকে (position) চেনা বা নির্ধারণ করা।
২. Navigation : একটি অবস্থান থেকে আরেকটি অবস্থানে যাওয়া।
৩. Tracking : যেকোনো object বা personal movement এর নিরীক্ষণ (monitoring) করা।
৪. Mapping : সম্পূর্ণ দুনিয়ার ম্যাপ (map) তৈরি করা।
৫. Timing : সময়ের সঠিক মাপ নেওয়াটা সম্ভব করে তোলা।
GPS বর্তমান সময়ে প্রচুর পরিমানে ব্যবহার করা প্রযুক্তি হয়ে দাঁড়িয়েছে।
বিভিন্ন industries, company এবং government organization গুলোতেও বিভিন্ন কাজের ক্ষেত্রে GPS এর ব্যবহার হয়ে এসেছে।
অনেক জায়গায় ম্যাপ (map) তৈরি করার ক্ষত্রে এবং কিছু জায়গায় পজিশন (position) ও লোকেশন (location) ট্র্যাক করার ক্ষেত্রে জিপিএস এর ব্যবহার করা হয়।
বর্তমানে, জিপিএস এর অধিক ব্যবহার করা হয় “transportation vehicles” এর দ্বারা।
Transportation vehicles গুলোকে navigate করার জন্য জিপিএস এর প্রচুর ব্যবহার হয়ে আসছে।
জিপিএস এর সুবিধা ও ব্যবহার আরো অনেক রয়েছে।
GPS এর ব্যবহার কিছু জেনেনিন
চলুন নিচে আমরা জিপিএস এর কিছু গুরুত্বপূর্ণ সুবিধা, ব্যবহার এবং কাজ এর এর বিষয়ে জেনেনেই।
১. Emergency Response: যেকোনো ধরণের প্রাকিতিক দূর্যোগ এর সময় বিভিন্ন responder গুলো প্রথমেই GPS এর ব্যবহার করে।
GPS এর মাধ্যমে weather mapping, following এবং আবহাওয়ার পূর্বাভাস করা সম্ভব।
২. Entertainment: বর্তমান সময়ে জিপিএস এর ব্যবহার বিভিন্ন Android এবং PC games গুলোতে করা হচ্ছে। এটা, online multiplayer gaming এর ক্ষেত্রে প্রচুর কাজের জিনিস।
৩. Safety & security: GPS এর ব্যবহারের ফলে আপনি নিজের প্রিয়জনের ওপর নজর রাখতে পারবেন। তারা কোথায় যাচ্ছে সেই বিষয়ে জ্ঞান রাখা সম্ভব।
৪. Location tracking & navigation: এই প্রযুক্তির ব্যবহার করে আপনি যেকোনো জায়গা, দোকান, হোটেল, রাস্তা ইত্যাদি খুঁজে বের করতে পারবেন। তাছাড়া, কোনো একটি বিশেষ জায়গায় যেতে হলে GPS আপনাকে সম্পূর্ণ পথ দেখিয়ে চলবে।
৫. Health & fitness: বর্তমান সময়ের আধুনিক smartphone এবং smartwatch গুলোতে GPS technology গুলোর মাধ্যমে আমরা আমাদের শারীরিক কার্যকলাপ গুলোকে ট্র্যাক করতে পারি। যেমন, দিনের মধ্যে কতটুকু দাড়ালেন বা পথ হাঁটলেন ইত্যাদি।
৬. Preventing Car Theft: GPS এর ব্যবহারের ফলে car, bike ইত্যাদি চুরি হওয়ার থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। GPS এক ধরণের anti-theft device হিসেবে কাজ করে যদি আপনি একটি GPS tracking device নিজের car বা bike এর মধ্যে লাগিয়ে রেখেছেন। এতে, আপনার bike বা car যদি কেও চুরি করে থাকে, তাহলেও আপনি আপনার গাড়ির লোকেশন যেকোনো সময় দেখে নিতে পারবেন।
৭. Solo Travels: যদি আপনি কোনো অচেনা দেশ বা শহরে ঘুরতে যাচ্ছেন, তাহলে রাস্তা বা জায়গা খুজার ক্ষেত্রে GPS সবচে অধিক কাজে আসে।
তাহলে বন্ধুরা, এগুলোই ছিল জিপিএস এর কিছু সুবিধা এবং ব্যবহার। এর বাইরেও জিপিএস এর আরো অনেক কাজ এবং ব্যবহার রয়েছে।
জিপিএস ট্র্যাকার (GPS tracker) কি ?
জিপিএস ট্র্যাকার বা জিপিএস ট্র্যাকিং ইউনিট হলো এক ধরণের navigation device যেটা বেশিরভাগ ক্ষেত্রে,
- গাড়ি বা বইকে
- গৃহপালিত পশু
- ঘরের বৃদ্ধ বা বুড়া লোকেদের
ইত্যাদি এই ধরণের চলন্ত জিনিস বা লোকেদের কাছে রাখা বা দেওয়া হয়।
এর পর, একটি Global Positioning System (GPS) এর মাধ্যমে সেই navigation device টিকে track করে তার location এবং position দেখে নেওয়া হয়।
এই ধরণের GPS tracking device এর মাধ্যমে, আপনি আপনার গাড়ি বা বইক চুরি হওয়ার পর সেগুলোর সঠিক লোকেশন দেখে নিতে পারবেন।
তাছাড়া, ঘরের বৃদ্ধ বা বয়স্ক লোকেরা যাতে হারিয়ে না যায় তার জন্যেও এই ধরণের GPS tracking unit ব্যবহার করা হয়।
তাহলে আশা করছি, জিপিএস ট্র্যাকার কি, বিষয়টা বুঝতে পেরেছেন।