জাতিগোষ্ঠীসহ সব ভাষা অনলাইনে সংরক্ষণের উদ্যোগ
সেমিনারে অংশগ্রহণকারীদের একাংশসংগৃহিত
জাতীয় পর্যায়ে জাতিগোষ্ঠীর ভাষাসহ দেশের সব ভাষা সংরক্ষণে অনলাইন তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। এতে বাংলাদেশের ৪০টি ভাষার নমুনা সংরক্ষণ করা হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সভাকক্ষে ‘বাংলাদেশের নৃগোষ্ঠী ভাষার ডিজিটাইজেশন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্প এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, সরকার বাংলা ভাষার পাশাপাশি জাতিগোষ্ঠীর ভাষা ডিজিটালাইজেশনে কাজ করে যাচ্ছে। ডিজিটালাইজেশনের মাধ্যমেই জাতিগোষ্ঠীর ভাষাগুলো অনেক দিন টিকে থাকবে। সর্বশেষ জরিপ অনুযায়ী, বাংলাদেশে বাংলাসহ ৪১টি ভাষা রয়েছে। এর মধ্যে ১৪টি ভাষা বিপন্নপ্রায়। এই ধারা অব্যাহত থাকলে অল্প কয়েক বছরের মধ্যেই এই ভাষাগুলো হারিয়ে যাবে। ভাষাগুলো সংরক্ষণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।’