চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার
লালবাগের চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে ভবনে আগুনের সূত্রপাত সেই ভবনের নিচতলায় ‘বরিশাল হোটেল’ নামে একটি হোটেলের মালিক তিনি। তার নাম ফকরুল ইসলাম। তাঁকে লালবাগের নিজ বাসা থেকে আজ মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে সজনদের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়ায় ময়নাতদন্তের পূর্বে লালবাগ থানার উপপরিদর্শক রাজীব কুমার সাংবাদিকদের এসব তথ্য জানান।
রাজীব কুমার বলেন, ৩০৪ এর ক ও ৩৪ ধারায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তাচ্ছিল্যভাবে গ্যাস সিলিন্ডার রাখা, যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।