গেটের চাপায় পরিচ্ছন্নতাকর্মীর সন্তানের মৃত্যু
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২ নম্বর অঞ্চলের কার্যালয়ের দেয়াল থেকে মূল গেট খুলে পড়ে গেটের চাপায় এক পরিচ্ছন্নতাকর্মীর সন্তান মারা গেছে। নিহত শিশুর নাম আরিফ (৭)। তাঁর বাবা মো. শহিদুল ইসলাম অঞ্চল-২–এর আওতাধীন ৩ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মী।
প্রত্যক্ষদর্শী ও করপোরেশনের একাধিক কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে ২ নম্বর অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের মূল গেট দেয়াল থেকে খুলে পড়ে। শিশুটি তখন গেটের কাছেই ছিল। তাই গেটটি তার গায়ের ওপরে পড়ে। তাৎক্ষণিক আশপাশের লোকজনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা আরিফকে মৃত ঘোষণা করেন।