গুলিস্তানে এক বাসের ধাক্কায় রাস্তায় পড়ার পর আরেক বাসের চাপায় মৃত্যু
রাজধানীতে হাসপাতালে যাওয়ার পথে বাসের চাপায় হালিমা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে গুলিস্তান পাতাল মার্কেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হালিমা বেগম কেরানীগঞ্জ থেকে শাহবাগের বারডেম হাসপাতালে যাচ্ছিলেন। বাস পরিবর্তনের জন্য গুলিস্তানে এসে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে হালিমা বেগম রাস্তায় পড়ে যান। তখন আরেকটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হালিমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।