গুম ও হত্যার বিচার করার এখতিয়ার জাতিসংঘের নেই: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে গুম ও হত্যার বিচার করার এখতিয়ার জাতিসংঘের নেই। বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সমাবেশে তিনি এ কথা বলেন। ‘২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী সিরিজ বোমা হামলার’ প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। এ প্রসঙ্গ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনি (বিএনপির মহাসচিব) মিশেল ব্যাশেলেতকে বলেছেন, আপনাদের নেতা–কর্মী গুম হয়েছেন, হত্যার শিকার হয়েছেন। এ ঘটনার নিন্দা করতে। এ জন্য জাতিসংঘকে তদন্ত কমিটি করতে বলেছেন। ফখরুল সাহেব, আপনি বোধ হয় জানেন না, আপনি যে নালিশ করেছেন, এই নালিশের বিচার করার এখতিয়ার মিশেল ব্যাশেলেতের নেই। জাতিসংঘের নিয়মকানুন কি জানেন? কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করার কোনো অধিকার নেই জাতিসংঘের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *