গাড়িচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় স্কুলছাত্র আবুল কালাম আজাদ (শান্ত) নিহতের ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা–পুলিশ। চালকের নাম মো. শাকিল। আজ শুক্রবার দুপুরে উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নিহত আবুল কালাম আজাদ আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, বৃহস্পতিবার রাতে ইসিবি চত্বর এলাকায় একটি প্রাইভেট কারের চালক বেপরোয়া ও দ্রুতগতিতে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলে থাকা আরোহী সামান্য আহত হন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা প্রাইভেট কারটি থামানোর চেষ্টা করেন। কিন্তু চালক না থেমে পালানোর সময় আবুল কালাম আজাদকে ধাক্কা দেন।

এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত লোকজন প্রাইভেট কারটি আটক করেন। তবে চালক পালিয়ে যান। এ ঘটনায় আজ শুক্রবার থানায় মামলা হয়েছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তরা এলাকা থেকে প্রাইভেট কারের চালক শাকিলকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *