গার্ডারচাপায় ৫ জন নিহতের ঘটনায় ক্রেনের চালকসহ ৯ জন গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের ওপর গার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ক্রেনের চালক, তাঁর সহকারীসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
আজ বুধবার র্যাবের এক খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিআরটি প্রকল্পের নির্মাণকাজ চলাকালে সেখানে নিরাপত্তার জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরা রয়েছেন।