গণপরিবহনে অঘোষিত নিয়ম ‘পুলিশ পাস’, চলছে অপব্যবহার

গণপরিবহনে অঘোষিত নিয়ম ‘পুলিশ পাস’, চলছে অপব্যবহার
ফাইল ছবি: প্রথম আলো

পরিবহন খাতের সঙ্গে মো. রুবেল হোসেন যুক্ত সেই ১৯৯৭ সাল থেকে। শুরু থেকেই তিনি ‘পুলিশ পাস’-এর কথা শুনে আসছেন। আদৌ এ নিয়ে কোনো আইন বা নিয়ম আছে কি না, তা জানেন না তিনি। তাঁর মতো অনেক পরিবহনমালিক ও শ্রমিকের একই অবস্থা।

এত দিন শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়ার (হাফ পাস) কথা শোনা গেলেও গণপরিবহনে ভাড়াসংক্রান্ত আরেকটি বিষয় প্রচলিত আছে। সেটিই হলো ওই ‘পুলিশ পাস’। এ ক্ষেত্রে অর্ধেক ভাড়া নয়, কোনো ভাড়াই দিচ্ছেন না অনেক পুলিশ সদস্য।

ঢাকার ভেতর চলাচলকারী স্বাধীন পরিবহনের চালক মো. রুবেল হোসেন। তিনি বলেন, ‘আমরা মুখে মুখে শুনে এসেছি (পুলিশ পাসের কথা)। এটা নিয়ে কোনো আইন আছে কি না, কেউ কখনো আমাদের বলেনি। এমনকি বাসের মালিকও বলেনি।’

এ বিষয়ে বিআরটিএ পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী গত শুক্রবার বলেন, পুলিশ পাসের বিষয়ে বিআরটিএ কর্তৃক নির্ধারিত কোনো নিয়ম নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *